আমরা অনেকেই অনলাইন জগতে শুধু সোশ্যাল মিডিয়া স্ক্রোল করে অনেক সময় নষ্ট করে থাকি, কেমন হয় যদি এই সময় গুলুকে কাজে লাগাতে পারি? বুঝতে পারছেন না বুঝি?
আসুন আমরা facebook, youtube ইত্যাদি সোশ্যাল মিডিয়াই অযথা সময় নষ্ট না করে, সেই সময় ও সোশ্যাল মিডিয়া গুলুকেই কাজে লাগিয়ে বাড়তি কিছু টাকা পয়সা উপার্জন করে। এতে কিছু ইনকাম ও হবে আবার সোশ্যাল একটিভিটি ও হবে।
Adsterra কি?
Adsterra একটি গ্লোবালি জনপ্রিয় Ad Network (বিজ্ঞাপন নেটওয়ার্ক), যার মাধ্যমে ওয়েবসাইট মালিক, অ্যাপ ডেভেলপার, এবং ডিজিটাল মার্কেটাররা অনলাইনে টাকা আয় করতে পারেন। এটি মূলত পাবলিশার (যাদের ওয়েবসাইট আছে) এবং অ্যাডভার্টাইজার (যারা বিজ্ঞাপন দিতে চায়) – এই দুই পক্ষকে যুক্ত করে।
Adsterra কীভাবে কাজ করে?
- Advertiser (বিজ্ঞাপনদাতা) – Adsterra-তে টাকা দিয়ে অ্যাড চালায়।
- Publisher (তুমি বা ওয়েবসাইট মালিক) – তোমার সাইটে অ্যাড দেখাও।
- ইউজার যখন অ্যাড দেখে বা ক্লিক করে, তখন তুমি ইনকাম পাও।
- আবার direct link বিভিন্ন সোশ্যাল প্লাটফর্ম এ share করে ইউজার বা ভিজিটর আনার মাধ্যমে ও ইনকাম করা যায়। যাকে ডিজিটাল মার্কেটিং ও বলা হয়।
এই ডিজিটাল মার্কেটিং ঐ আমাদের মূল টার্গেট। তবে যেহেতু বলেছি জিরো থেকে শুরু করবো, তাই আমি ধাপে ধাপে সব আলোচনা করবো।
💰 Adsterra দিয়ে কে বা কারা ইনকাম করতে পারবে?
- ✅ ওয়েবসাইট/ব্লগ মালিক
- ✅ অ্যাপ ডেভেলপার
- ✅ Shortlink ও ট্র্যাফিক রিডাইরেক্ট ব্যবহারকারী
- ✅ সোশ্যাল মিডিয়া মার্কেটার (আমাদের মূল বিষয়)
Adsterra কোথায় ব্যবহার করা যায়?
- Blogger, WordPress বা Custom সাইটে
- Android App (SDK সাপোর্ট করে)
- Facebook, YouTube, Telegram, WhatsApp-এ Direct Link দিয়ে
- File sharing সাইট, Download site, Gaming সাইট ইত্যাদিতে
সংক্ষেপে বললে:
Adsterra হলো এমন একটি প্ল্যাটফর্ম, যেখানে আপনি নিজের সাইট বা (fb, intragram, twetter, others) লিংকে অ্যাড দেখিয়ে প্রতি ভিজিট/ক্লিকের বিনিময়ে ইনকাম করতে পারেন। এটি Google AdSense-এর বিকল্প হিসেবে অনেকেই ব্যবহার করেন।
কিসের উপর ইনকাম বা উপার্জন নির্ভর করে?
- ইউজারের দেশ - US, UK, Canada – বেশি ইনকাম
- ডিভাইস - মোবাইল ইউজার থেকে বেশি CPM
- ট্র্যাফিক সোর্স - সোশ্যাল ট্র্যাফিক / সার্চ ট্র্যাফিক
- অ্যাড ফরম্যাট - Popunder ও Direct Link দিয়ে বেশি আয়।
টাকা তো ইনকাম হচ্চে কিন্তু টাকা পাবো কি ভাবে বা widthraw সিস্টেম কি এবং কত হলে widthraw দিতে পারবো?
Adsterra সরাসরি বাংলাদেশি পেমেন্ট মেথড (যেমন: bKash, Nagad, Rocket) সাপোর্ট করে না। তবে আমরা indirect পদ্ধতিতে অনায়াসেই Adsterra থেকে বাংলাদেশে পেমেন্ট নিতে পারো।
বাংলাদেশে Adsterra পেমেন্ট নেওয়ার ৩টি জনপ্রিয় উপায়:
✅ ১. Payeer → bKash/Nagad
Adsterra → Payeer → Local Exchange → bKash/Nagad
Min Payout: $5
Frequency: Weekly (প্রতি সপ্তাহে একবার widthraw করতে পারবেন)
২. USDT (TRC20) → Binance → bKash/Nagad
Adsterra → USDT Wallet → Binance → P2P Sell → bKash
Min Payout: $100
৩. Bitcoin (BTC) → Binance → bKash
Bitcoin পেমেন্টে মিনিমাম $100 লাগে
Bangladesh-এ P2P সেলে bKash ও Nagad পাওয়া যায়
কিন্তু BTC ট্রানজ্যাকশন ফি একটু বেশি, তাই USDT/TRC20 বেশ জনপ্রিয়
💡 সুপারিশ:
নতুনদের জন্য Payeer সবচেয়ে সহজ, আর যারা বড় ইনকাম করেন তাদের জন্য USDT (TRC20) + Binance পদ্ধতি সবচেয়ে সেরা।
পরবর্তীতে কোনো এক দিন payeer নিয়ে বিস্তারিত পোস্ট দিবো।
তো বন্ধুরা আজকের পোস্ট এই পর্যন্তই, আগামীতে আরো নতুন কিছু শিখবো, ততক্ষণ আমাদের সাথেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ।
0 Comments